Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটারে বর্ণবাদী মন্তব্য করে তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প


১৬ জুলাই ২০১৯ ১৩:০১

চারজন নারী কংগ্রেস সদস্যকে উদ্দেশ্য করে টুইটারে লাগাতার বর্ণবাদী মন্তব্য করে আবারও তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে ঐ চার কংগ্রেস সদস্য সাংবাদিকদের জানান, রাষ্ট্র পরিচালনায় দূর্বল নীতি এবং প্রশাসনিক নজিরবিহীন দুর্নীতি ঢাকতেই প্রেসিডেন্ট কয়েকদিন পরপর হাস্যকর বিশৃঙ্খলার জন্ম দেন। সর্বশেষ ঘটনাটিও তার কৌশলেরই অংশ। তিনি আমাদের কোণঠাসা করে চুপ করিয়ে দিতে চান। কিন্তু আমরা তার ফাঁদে পা দিচ্ছি না। এ ধরনের বর্ণবাদী এবং জেনোফোবিক মন্তব্যের জন্য আমরা তাঁর অভিশংসন দাবি করছি।

এর আগে, শুক্রবার (১২ জুলাই) এই চার কংগ্রেস সদস্য আয়ান্না প্রিসলি, ইলহান ওমর, আলেক্সান্দ্রিয়া ওকাশিও কোর্টেজ এবং রাশিদা তালিব হাউস কমিটির পক্ষ থেকে একটি অভিবাসী কারাগার পরিদর্শন করে আসেন। তারা সেখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত নীতি নিয়ে ডেমোক্রেটস সদস্যরা তীব্র সমালোচনা করেন।

তার জবাবে, রোববার (১৪ জুলাই) ডোনাল্ড ট্রাম্প সীমান্তের পরিস্থিতি সন্তোষজনক দাবি করে ঐ কমিটির সদস্য চার জন অশ্বেতাঙ্গ নারীকে আক্রমন করে লাগাতার টুইট করতে থাকেন। কমিটির একজন ইলহান ওমর যিনি সোমালিয়া থেকে আসা আমেরিকান। তাঁকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমেরিকার শত্রুদের ভালোবেসে আমেরিকায় থাকা যাবে না। তাঁর উচিৎ সন্ত্রাস ও যুদ্ধ কবলিত নিজের দেশে ফিরে যাওয়া।

ট্রাম্পের সিরিজ টুইটের পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বয়ে যায়। মার্কিন বলয়ে থাকা বিশ্বনেতারাও ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিণ্ডা আরড্রেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছেন দায়িত্বশীল একজনের কাছ থেকে এধরনের বর্ণবাদী, জেনোফোবিক মন্তব্য কাম্য নয়।

বিজ্ঞাপন

এছাড়া, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটসরা তো বটেই নিজের রিপাবলিকান পার্টি থেকেও কয়েকজন সিনেটর বর্ণবাদী মন্তব্যের সুত্রধরে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।

সারাবাংলা/একেএম   

 

টুইটার ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর