Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উজানের পানি এলে বাঁধ ভাঙবেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী


১৬ জুলাই ২০১৯ ১২:১১

ঢাকা: আমরা ভাটির দেশে থাকি, তাই উজানের পানি এলে বাঁধ ভাঙবেই বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

বন্যায় বাঁধ ভেঙে যাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে (বাঁধ ভাঙা) আমাদের কিছু করার নেই। আমরা ভাটির দেশে থাকি, উজানের পানি এলে বাঁধ ভাঙবেই। আমরা চেষ্টা করছি স্থায়ী বাঁধ সৃষ্টি করার।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তবে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যেসব বাঁধ ভেঙে গেছে সেগুলো দ্রুত মেরামত করছি। পাশাপাশি নতুন বাঁধ নির্মাণের জন্যও পদক্ষপ নেওয়া হয়েছে।’ এছাড়া নদীর নাব্য বাড়াতে ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‘চীন-আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশেও বন্যা হচ্ছে। এটা প্রাকৃতিক দুর্যোগ’, বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘গ্রাউন্ড লেভেল কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। আগাম বন্যার জন্য আগেই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। সে কাজগুলো বুঝে নেওয়া হয়েছে। আর এখনও যেসব যে কাজ বাকি আছে সেগুলো শেষ করতে তাদের তৎপর হতে বলা হয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

উজানের পানি টপ নিউজ নদী রক্ষা বাঁধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর