বন্যায় খাদ্যের সংকট হবে না: খাদ্যমন্ত্রী
১৬ জুলাই ২০১৯ ১১:৫৩
ঢাকা: বন্যায় খাদ্যের কোনো সংকট হবে না, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বন্যা পরিস্থিতি যাই হোক না কেন, যেকোনে পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। সারাদেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বন্যায় ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা নেই। এখন ধান লাগানোর সময়। বন্যার পানি নেমে যাওয়ার পরে কৃষকরা ধান রোপণ করবেন। তাই ক্ষতি হওয়ার কোনো শঙ্কা নেই।’
প্রত্যেক জেলায় নিরাপদ খাদ্য অধিদফতরের অফিস করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ যেন নিরাপদ খাদ্য পায় সে ব্যাপারে সরকার সচেষ্ট। এজন্য জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সার দেশ থেকে ৪ লাখ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এখন পর্যন্ত ১ লাখ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। কৃষকদের কাছ থেকেই এ ধান কেনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ ধান ক্রয়ে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য জেলা প্রশাসকদের তৎপর থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এমও