চট্টগ্রামে ৪০০ টন মাটি মেশানো সার জব্দ
১৫ জুলাই ২০১৯ ২৩:৪৯ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ২৩:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মেট্রিকটন মাটি মেশানো ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে র্যাব। চট্টগ্রাম জেলা প্রশাসন ও র্যাব যৌথভাবে গুদাম দুটিতে অভিযান চালায়। গুদামগুলোতে আরও মাটি মেশানো সার আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গার টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় শুরু করা অভিযান এই রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত আছে।
অভিযানে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিলুর রহমান মুক্ত সারাবাংলাকে বলেন, ‘পতেঙ্গায় টিএসপি সার কারখানা থেকে সরবরাহ করা বস্তা খুলে সারের সঙ্গে মাটি মেশানো হয় এই দুটি গুদামে। এরপর সেই মাটি মেশানো সার বাজারজাত করা হয় সারাদেশে। গোপন সংবাদের আমরা র্যাবের সঙ্গে গুদাম দুটিতে অভিযান শুরু করেছি।’
র্যাব-৭-এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে জানান, ঢাকা থেকে টিএসপি লেখা খালি বস্তা আনা হয়। সেগুলোতে মূল বস্তা থেকে সার ও মাটি ভরে বাজারে বিক্রি করা হয়। ক্রেতারা সেই সার কিনে প্রতারিত হন। গুদাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে আরও বিস্তারিত জানানো হবে জানিয়েছেন মিমতানুর।
সারাবাংলা/আরডি/এমআই