Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ১


১৫ জুলাই ২০১৯ ২০:৩২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোণে আব্দুল হাকিম (৩০) নামের একজন মারাত্মক আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে এই ঘটনা ঘটে। হাকিম ওই গ্রামের আবু বকর ওরফে ‘বকর ডাকাতে’র ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল হাকিম নিজ ঘরে বোমা তৈরি করছিল। হঠাৎই তা বিস্ফোরিত হয়ে তার সারা শরীর ঝলসে যায়। এসময় তাদের বসত ঘরের টিনের চালও উড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, জখম আব্দুল হাকিমের নামে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা আছে। এছাড়া সে বেশকিছুদিন ধরে বোমা বানিয়ে সন্ত্রাসীদের সরবরাহ করতো বলে তাদের কাছে তথ্য রয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিমকে তাদের হেফাজতে নেয়। এরপর বেলা ১২টার দিকে পুলিশের পাহারায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর