Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে হিমঘরে এরশাদ


১৫ জুলাই ২০১৯ ১৮:০২ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৯:২২

ঢাকা: বায়তুল মোকাররমে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মাদ এরশাদের ৩য় জানাজার সম্পন্ন হয়েছে। এরপর তার মরদেহ সিএমএইচের হিমঘরে নিয়ে যাওয়া হয়। আগামীকাল মঙ্গলবার সাবেক এই সামরিক শাসকের লাশ দাফন করার কথা রয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টা ৫০ মিনিটে জাপার কেন্দ্রীয় কার্যালয় থেকে এরশাদের মরাদেহের গাড়িটি বায়তুল মোকাররমে পৌঁছায়। এরপর আছরের নামাজ শেষ তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

এসময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

জানাজার আগে এরশাদের শাসনামলের সময় নেওয়া নানা কর্মকাণ্ড সংক্ষেপে তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

এসময় জি এম কাদের বলেন, ‘বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন ছিল হুসেইন মুহম্মদ এরশাদের। দেশ, জাতি, সমাজের জন্য তার অনেক অবদান রয়েছে৷ মানুষ ভুল, ত্রুটির ঊর্ধ্বে নয়। তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তিনি যদি কারও মনে আঘাত দিয়ে থাকেন, তাহলে তাকে মাফ করে দেবেন।’

এরশাদের তৃতীয় জানাজা পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মিজানুর রহমান।

প্রসঙ্গত, গতকাল রোববার (১৪ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। সেদিন বাদ জোহর ক্যান্টনমেন্ট জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর সিএমএইচের হিমঘরে তাকে রাখা হয়। এরপর সোমবার তার মরদেহ সর্বসাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য কাকরাইলে জাতীয় পার্টির অফিসে আনা হয়।  আজ সকাল সোয়া ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হয়।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতা জানিয়েছেন, মঙ্গলবার এরশাদের মরদেহ রংপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেটি হলে সেখানে রংপুর জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মরদেহ ঢাকায় এনে সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।

আরও পড়ুন: 
শেষবারের মতো কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদ
সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা এরশাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সারাবাংলা/এসএইচ/ইএইচটি/এমও

এইচ এম এরশাদ টপ নিউজ পল্লীবন্ধু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর