Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা ঢাবি উপাচার্যের


১৫ জুলাই ২০১৯ ১৬:৫৩

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার (১৫ জুলাই) কার্জন হল চত্বরে আয়োজিত ‘প্লাস্টিকমুক্ত সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘প্লাস্টিক সামগ্রী মানব দেহের জন্য মারাত্মক হুমকি।’ এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস এবং সুইডিশ ইনস্টিটিউটের সহযোগিতায় সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘শতবর্ষ পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখুন’ প্রতিপাদ্য নিয়ে প্লাস্টিকমুক্ত সপ্তাহের আয়োজন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্নাইটার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া, সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এসময় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেকে/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস্টিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর