আন্দোলন মোকাবিলায় বাড়তি নিরাপত্তা চেয়েছে হংকং পুলিশ
১৫ জুলাই ২০১৯ ১৫:৩২ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৫:৩৩
বন্দি প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে চলমান আন্দোলন মোকাবিলার জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশ প্রধানের কাছে আবেদন জানিয়েছে হংকং পুলিশের অফিসারস’ ইউনিয়ন। খবর রয়টার্সের।
রয়টার্সের কাছে আসা এই আবেদন পত্রের এক কপিতে দেখা গেছে, হংকংয়ের পুলিশ প্রধান স্টিফেন লো কে উদ্দেশ্য করে জুনিয়র অফিসাররা বলেছেন তাদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে।
এর আগে, রোববার (১৪ জুলাই) তিন পুলিশ সদস্য আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বন্দি প্রত্যার্পন বিল বাতিলের দাবিতে আন্দোলনকারীরা দফায় দফায় হংকংয়ে মিছিল, সমাবেশ এবং গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন। তাদের বিরুদ্ধে কখনো কখনো সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
স্থগিতকৃত এই বিলটি চীনের সংসদে পাস হলে হংকংয়ের যে কোন নাগরিককে অভিযোগের ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে চীনের মূল ভূখন্ডে পাঠাতে হবে।
এই বিলের সমালোচকরা বলছেন, বিতর্কিত এই বিলটি হংকংয়ের নিজস্ব আইনের শাসনের জন্য হুমকি। তাঁরা অবিলম্বে এই বিল বাতিল এবং চীন সমর্থিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ দাবি করেছেন।
সারাবাংলা/একেএম