Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যা: পিকে এনামুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ


১৫ জুলাই ২০১৯ ১৪:০৪

ঢাকা: নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিংবডির চেয়ারম্যান পিকে এনামুল করিমের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে হত্যাকাণ্ডের পরে তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নিতে এনামুল করিমের নিষ্ক্রিয়তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন, শিক্ষা সচিব, আইজিপি, ফেনীর জেলা প্রশাসক, ফেনীর পুলিশ সুপার, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ৩০ জুন হাইকোর্ট বিভাগে রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

সারাবাংলা/এজেডকে/এটি

টপ নিউজ নুসরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর