মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
১৫ জুলাই ২০১৯ ১৫:০০
মক্কা: সৌদি আরবে পবিত্র হজব্রত পালন করতে গিয়ে মারা গেছেন আরও এক বাংলাদেশি। সোমবার (১৫ জুলাই) মক্কা নগরীর আল মোকাররমা এলাকায় মারা যান বাংলাদেশি এম এফ এম আফজাল হোসাইন।
এ নিয়ে এখন পর্যন্ত মোট চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
এম এফ এম আফজাল হোসাইনের বাড়ি বগুড়ার আদমঘী উপজেলায়। তার পাসপোর্ট নম্বর বিএক্স ০৩৬৯৬৭০।
গত ৪ জুলাই থেকে এ পর্যন্ত ৪৯ হাজার ৩৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪ হাজার ৪৩১ জন।
সারাবাংলা/এসএমএন