Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু


১৫ জুলাই ২০১৯ ১২:৫৯

জয়পুরহাট: জয়পুরহাটে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফরিদুল সোনারের স্ত্রী স্বপ্না বেগম ও তাদের শিশুকন্যা শিমু আখতার (৪)।

সোমবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, বাড়িতে নিয়মিত কাপড় শুকানোর জন্য মোটা জিআই তার টানানো ছিল। রবিবার (১৪ জুলাই) রাতে বিদ্যুতের ছেঁড়া তারের সাথে জিআই তারের কোনভাবে সংযোগ ঘটে। সকালে সেখানে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় স্বপ্না বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতরাতে থাকেন। এসময় তার শিশুকন্যা শিমু দৌঁড়ে গিয়ে স্বপ্না বেগমকে জড়িয়ে ধরলে মা ও মেয়ে দুজনই গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা এসময় তাদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

সারাবাংলা/ওএম

জয়পুরহাট বিদ্যুতস্পৃষ্ট বৈদ্যুতিক তার