Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা পিকআপকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩


১৫ জুলাই ২০১৯ ১১:০৭

গাজীপুর: গাজীপুরে একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পিকআপ ভ্যানটির চালক। তবে বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নান্দুয়াইল এলাকায় নিরিবিলি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, সোমবার সকালে নান্দুয়াইল এলাকায় জোসনা পেট্রোল পাম্প সংলগ্ন নিরিবিলি হোটেলের সামনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে পিকআপের চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতদের মধ্যে একজন পিকআপটির চালক। তবে বাকীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

কাভার্ডভ্যান টপ নিউজ পিকআপ ভ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর