ধসের পর ভেঙে দেওয়া হয়েছে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ৫০টি ঘর
১৪ জুলাই ২০১৯ ১৮:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৯:০২
চট্টগ্রাম ব্যুরো: টানা বর্ষণে মাটি ধসের পর চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিক এলাকার পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫০টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সেখানে বসবাসরত পরিবারের সদস্যদের পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
টানা বর্ষণে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের টিম রোববার (১৪ জুলাই) এই অভিযান চালায়। কুসুমবাগ আবাসিক এলাকায় গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন এই পাহাড়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা চলে এই অভিযান।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিলুর রহমান, শারমিন ইসলাম ও মো. ইসমাইল হোসেন একযোগে এই উচ্ছেদ অভিযান চালিয়েছেন। পুলিশ, পরিবেশ অধিদফতর, পিডিবি, ওয়াসা এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারাও উচ্ছেদ অভিযানে অংশ নেন।
তাহমিলুর রহমান সারাবাংলাকে বলেন, ‘৫০টি অবৈধ বসতি ভেঙে দেওয়া দেওয়া হয়েছে। পরিবারগুলোকেও সরানো হয়েছে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইন কাটা হয়েছে। এই পাহাড়ের পাশে দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন পাহাড়েও অবৈধ বসতি ছিল। পাশের পাহাড়ে ধসের পর গত (শনিবার) রাতে এসব বসতির বাসিন্দারা নিজেরাই সরে গেছেন।’
শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়ধসে এক শিশু আহত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের একটি দল ঘটনাস্থল গিয়ে তিন বছর বয়সী শিশু নুসরাত শারমিনকে উদ্ধার করে।
বর্ষা মৌসুম শুরুর পর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান চালিয়ে আসছে জেলা প্রশাসন। সম্প্রতি টানা বর্ষণ শুরুর পর অবৈধ বসতি উচ্ছেদের পাশাপাশি হাজারখানেক পরিবারকে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়। এতে নগরীর বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সারাবাংলা/আরডি/এমও