Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা ব্যারেজ দিয়ে ভারি যান চলাচল বন্ধের নির্দেশ


১৪ জুলাই ২০১৯ ১৮:১০ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ২০:২৮

ঢাকা: দুর্ঘটনা এড়াতে দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার শনিবার (১৩ জুলাই) তিস্তা ব্যারেজ পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও ব্যারেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

রোববার (১৪ জুলাই) মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার শনিবার তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শনে গিয়ে ভারি যানবাহন চলাচলের বিষয়ে অবগত হলে তিনি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো বন্ধের নির্দেশ দেন।

এ বিষয়ে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ভারি যানবাহনগুলোকে ব্যারেজ এলাকা এড়িয়ে চলার আহবান জানান। এছাড়া ব্যারেজ কর্তৃপক্ষকে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে লোহার বার স্থাপনের নির্দেশ দেন।

এদিকে পানি সম্পদ সচিবের নির্দেশনা অনুযায়ী এরইমধ্যে লোহার বার স্থাপন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ভারি যানবাহন চলাচল বন্ধ হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, তিস্তা ব্যারেজ ‘গ্রেড-১’ ভূক্ত রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ (কেপিআই) স্থাপনা এবং ব্যারেজের ওপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমোদন থাকলেও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

সারাবাংলা/পিটিএম

তিস্তা ব্যারেজ বন্ধের নির্দেশ ভারী যান চলাচল

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর