Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ জেলায় নতুন পুলিশ সুপার


১৪ জুলাই ২০১৯ ১৭:৫৪ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৮:১১

ঢাকা: দেশের ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে পুলিশ সদর দফতর। রোববার (১৪ জুলাই) স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন পুলিশ সুপারদের বদলির আদেশ দেন।

লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, মৌলভীবাজার, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মেহেরপুর, নরসিংদী, মাদারীপুর ও সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মিজানুর রহমানকে সুনামগঞ্জ, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে মৌলভীবাজার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে নাটোর জেলার পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আকবর আলী মুন্সীকে নেত্রকোনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম মুরাদ আলিকে মেহেরপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দারকে নরসিংদী জেলার পুলিশ সুপার করা হয়।

পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহবুব হাসানকে মাদারীপুর, মেহেরপুর জেলার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এর আগে, ২১ জেলায় নতুন পুলিশ সুপারকে বদলি করে পুলিশ সদর দফতর।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ পুলিশ সদর দফতর পুলিশ সুপার পুলিশ সুপারের বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর