Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


১৪ জুলাই ২০১৯ ১৭:৪৯

ঢাকা: পদ্মাসেতু নিয়ে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্মাণকাজ ব্যহত করতে একটি কুচক্রিমহল দেশজুড়ে এই গুজব ছড়াচ্ছে।

রোববার (১৪ জুলাই) সচিবালয়ে তার দফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই গুজবের কারণে মানুষের প্রাণও গেছে। মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুজব ছড়ানোর অপরাধে আইন-শৃংখলা বাহিনী কয়েকজনকে গ্রেফতার করেছে। গুজব প্রতিরোধে পুলিশ সদর দফতর থেকেও নাগরিক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশের সাইবার টিম।

সারাবাংলা/এটি

গুজব পদ্মাসেতু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর