মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে নির্দেশ
১৪ জুলাই ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১২:২১
ঢাকা: ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনকে (উত্তর-দক্ষিণ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে নাগরিকদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগে আক্রান্ত হওয়া বন্ধ করতে এবং এডিস মশা নির্মুলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে রোববার (১৪ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল সহ এ আদেশ দেন।
আদেশে আদালত বলেন, পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিষ্ক্রিয়তায় ডেঙ্গু- চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের বিস্তার বাড়ছে। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। প্রতিনিয়ত একশরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে। কিন্তু আন অফিসিয়ালি এ সংখ্যা আরও বেশি। যদি এ বিষয়ে এখনই কিছু করা না হয় তাহলে এটি মহামারীতে পরিণত হবে। তাই আমরা এ আদেশ দিচ্ছি।’
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
আদালত তার আদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন।
আগামী ২২ জুলাই এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন আদালত।
সারাবাংলা/এজেডকে/একে
আরও পড়ুন
আজকের কার্টুন: ডেঙ্গু রোগীর জন্য মেয়রের ফলমূল
শিক্ষক অনশন, ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু
আপেল কলা নিয়ে ডেঙ্গু রোগীর বাসায় মেয়র
ভয় পাবেন না, ডেঙ্গু হলে বিনামূল্যে চিকিৎসা দেব: সাঈদ খোকন
ডেঙ্গুর প্রকোপ, অসচেতনাকে দুষলেন দুই সিটির স্বাস্থ্য কর্মকর্তারা
স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা চেয়ে মেয়রকে আইনজীবীর নোটিশ
ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শতাধিক রোগী
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটিকে কার্যকর পদক্ষেপের নির্দেশ
বৃষ্টিতে বেড়েছে এডিসের লার্ভা ও ডেঙ্গু রোগীর সংখ্যা
ডেঙ্গু হলে ‘পেঁপে পাতার জুস’ খান: সাঈদ খোকন
রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী, প্রকোপ বেশি দক্ষিণে
এবার মৌসুমের আগেই ডেঙ্গুর হানা