Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের মৃত্যুতে বঙ্গবীরের শোক


১৪ জুলাই ২০১৯ ১৬:২২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৬:২৯

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

রোববার (১৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শোক ও সমবেদনা জানান।

বঙ্গবীর বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর রাজনীতি করতে পারেননি। এক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু রাজনীতিই করেননি, জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হুসেইন মুহম্মদ এরশাদ এক অপরিহার্য নাম।’

বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

আরও পড়ুনএরশাদ আর নেই

এর আগে রোববার সকাল ৭ টা ৪৫ মিনিটে সাবেক সেনা প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক জানানো হয়।

রোববার  দুপুরে (বাদ জোহর) ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। এরপর মরদেহ  জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। বাদ আছর জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে। এরপর মরদেহ রাতে সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) এর হিমঘরে রাখা হবে। ১৬ জুলাই সকাল ১০টায় মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে চতুর্থ জানাজা শেষে ওইদিন বিকেলে ঢাকায় নিয়ে আসা হবে। তবে এখন পর্যন্ত এরশাদকে দাফনের জায়গা চূড়ান্ত করা হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

এরশাদ কাদের সিদ্দিকী মৃত্যু শোক ও সমবেদনা