রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-সন্তানসহ দগ্ধ ৩
১৪ জুলাই ২০১৯ ১২:৫২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১২:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলেমেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনাটি ঘটে।’
রোববার (১৪ জুলাই) ভোরে নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় ধামুপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতরা হলেন, রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক বার্ণ ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ন ধর জানায়, তিনজনের মধ্যে রাজিয়া ৫৫ শতাংশ, ইয়াছিন ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। ধোঁয়ায় আহতদের শ্বাসনালীতে সমস্যা হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন সারাবাংলাকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে দগ্ধ তিনজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। নিজ বাসায় সিলিন্ডার বিষ্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানায়।
সারাবাংলা/ওএম