Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমা পার, ব্যাপক নদীভাঙ্গন


১৪ জুলাই ২০১৯ ১২:২০ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১২:৫৫

গাইবান্ধা: ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার প্রায় সবগুলো নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, ঘাঘট নদীর গাইবান্ধা শহর পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার এবং তিস্তার পানি সুন্দরগঞ্জের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ব্যাপক নদীভাঙ্গন।

বিজ্ঞাপন

ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা এবং সদর উপজেলায় নদী তীরবর্তী ও বিভিন্ন চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার বিভিন্ন ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। চরাঞ্চলের নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাশাপাশি, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া, কাবিলপুর, গজারিয়া ইউনিয়নের কাতলামারী, গলনা, ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ী, ফজলুপুর ইউনিয়নের পূর্ব খাটিয়ামারী, উজালডাঙ্গা, বাজে তেলকুপি, এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি, জিগাবাড়ী, সন্যাসীর চর এবং সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়ন এবং সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বেশকিছু এলাকায় নদীভাঙ্গন অব্যাহত রয়েছে। এসব এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে।

এদিকে, বন্যায় কবলিত বাসিন্দাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।

সারাবাংলা/ওএম

গাইবান্ধা নদীভাঙ্গন নদীর পানি বিপৎসীমার উপরে ভারি বর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর