Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে পানি, চট্টগ্রাম-কক্সবাজার রুটে যানজট


১৪ জুলাই ২০১৯ ১১:৩৮

চট্টগ্রাম ব্যুরো: পানি ওঠে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। গাড়ির গতি কমে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন স্পটে ৭-৮ ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার (১৩ জুলাই) রাত থেকেই যানজট শুরুর পর অপেক্ষমাণ গাড়ির সারি উভয়দিকে ৮-১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাইওয়ে পুলিশের দোহাজারি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন সারাবাংলাকে বলেন, চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুরের কসাইপাড়া এলাকার দু’টি স্পটে পানি উঠে গেছে। প্রায় কোমর-সমান পানি। গাড়ি খুব ধীরগতিতে ওই দু’টি স্পট পার হচ্ছে। সেজন্য যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চালানো যাচ্ছে না। সড়কের বিভিন্ন জায়গায় পানি উঠেছে। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এমন যানজট হয়েছে, একেকটি জায়গায় গিয়ে ৭-৮ ঘণ্টা বসে থাকতে হচ্ছে।’

এর আগে সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজারের সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া পাহাড়ধসের কারণে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সঙ্গেও চট্টগ্রামের সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন আছে।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম-কক্সবাজার রুট জলাবদ্ধতা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর