কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রী’র মৃত্যু
১৪ জুলাই ২০১৯ ১১:১২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১১:১৫
কক্সবাজার: কক্সবাজারের চকরয়িায় পাহাড় ধসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) ভোর রাত ৩টার দিকে উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতরা হলেন, স্থানীয় মো. আনোয়ার সাদেক (৩৫) ও তার স্ত্রী ওয়ারেসা বেগম (৩০)।
চকরয়িা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) হাবিবুর রহমান বলেন, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আর কেউ হাতাহত হয়নি। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতলব জানান, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এসময় মো. আনোয়ার সাদেকের বসত বাড়িতে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতাকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি পেলে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
চেয়ারম্যান আব্দুল মতলব আরও বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বমু বিলছড়ি ইউনিয়নের যেসব এলাকা পানির নিচে রয়েছে সেখানে ভয়াবহ পাহাড় ধসের আশংকা বাড়ছে। একদিকে পাহাড় ধস, অন্যদিকে পাহাড়ি ঢল। আতঙ্কে রয়েছে ইউনিয়নের সাধারণ মানুষ। সীমাহীন দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।’
সারাবাংলা/এনএইচ