Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা কবলিতদের খাবার ও ওষুধ দেবে আওয়ামী লীগ


১৩ জুলাই ২০১৯ ২২:৫০

ঢাকা: বন্যা কবলিত মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। শনিবার (১৩ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের এরইমধ্যে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি দলীয় পর্যায়ে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম শুরু করলো ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।

বিজ্ঞাপন

উপ-কমিটির সদস্য সচিব ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩টি কমিটি গঠন করে বন্যা কবলিত মানুষের খবর নেওয়া, সহায়তা দেওয়া এবং সহায়তার জন্য ফান্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

বন্যাপীড়িত এলাকার মানুষের সার্বিক খবর নেওয়ার জন্য উপ-কমিটির সদস্যরা কাজ করছেন। এই কার্যক্রম পরিচালনা করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বন্যা শেষ না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এই কার্যক্রম চলমান থাকবে।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ বন্যা বন্যা কবলিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর