Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু


১৩ জুলাই ২০১৯ ২০:৫৬

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৩২) ও রবিউল ইসলাম (৩১) নামে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের সান্যালপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। শাহ আলমের বাড়ি উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা গ্রামে। তার বাবার নাম আব্দুল ছালাম। রবিউল ইসলাম খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল পৌনে ৪টার দিকে সান্ন্যালপাড়ায় ইমরুল খন্দকারের বাড়িতে পাইপ ফিটিংয়ের কাজ করছিলেন আলম ও রবিউল। নিচতলা থেকে তৃতীয় তলায় পাইপ তোলার সময় বিদ্যুতের তারের সঙ্গে লাগলে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এটি

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর