Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী


১৩ জুলাই ২০১৯ ১৯:০৫ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৯:০৭

ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ঢাকা-সিউল আশা করছে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি বা সমাঝোতা স্বারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আগামীকাল রোববার (১৪ জুলাই) বিকেল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যেখানে এই অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় জানায়, সিউল মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালি করতে চায়। যাতে মধ্যপ্রাচ্যের সঙ্গে এই অংশের কূটনৈতিক সম্পর্কে সুষম পরিবেশ বিরাজ করে। এই কৌশলের অংশ হিসেবে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিস্তান ও কাতার চার দেশ সফর করবেন। যা আগামী শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সফরের মধ্য দিয়ে শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ঢাকায় নামার পর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মধ্যে কুশল বিনিময় হয়। এই সময়ে ঢাকা-সিউল সম্পর্ক আরো কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে দুইজন সংক্ষেপে আলোচনা করেন।

বিজ্ঞাপন

ঢাকা-সিউল কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশই আশা করছে যে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন এর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ভিন্ন মাত্রা পাবে, সম্পর্ক শক্তিশালি কর গতি আসবে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের ঢাকা সফরে বাণিজ্য, বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি বা সমাঝোতা স্বারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ ইস্যুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোটরা) এই দুইটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্কৃতি ইস্যুতে ২০১৯ সালে থেকে ২০২১৩ সাল পর্যন্ত সময়ে দুই দেশের সরকারের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এ ছাড়া দুই দেশের কূটনীতিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ঢাকা-সিউল একাডেমিক পর্যায়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সফর সূচি অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন লি নাক-ইয়োন।

আগামীকাল রোববার (১৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরপর তিনি সাভারের ইপিজেড-এ ইয়াঙ্গুন হাইটেক সুয়েটার ওয়ার এবং ঢাকার মুগদায় এডভান্স নার্সিং এডুকেশন এন্ড রিসার্স পরিদর্শন করবেন। এরপর তিনি এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আগামীকাল রোববার (১৪ জুলাই) বিকেল সোয়া ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যেখানে এই অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয় সব বিষয় প্রাধাণ্য পাবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রোববার (১৪ জুলাই) রাতে নৈশভোজে অংশ নেবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ঢাকা ছেড়ে যাওয়ার আগে আগামী সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ওইদিন রাত ১১টায় ঢাকা থেকে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

সারাবাংলা/জেআইএল/এমও

টপ নিউজ দক্ষিণ কোরিয়া লি নাক-ইয়োন সরকারি সফর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর