নেত্রকোণায় বজ্রপাতে যুবকের মৃত্যু
১৩ জুলাই ২০১৯ ১৭:১৭ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৭:৫৬
নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গরু চরাতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। রংছাতি ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এনামুলের বাড়ি সন্ন্যাসীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী।
মোজাম্মেল হক জানান, সকালে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন এনামুল। পথেই বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এটি