Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ কেজি সোনাসহ বিমানের হেলপার আটক


১৩ জুলাই ২০১৯ ১৫:৪৩

ঢাকা: বাংলাদেশ বিমানের এক ট্রাফিক হেলপারকে ৪ কেজি সোনাসহ আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক সোনার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

শনিবার (১৩ জুলাই) দুপুরে এমদাদ হোসেন চৌধুরী নামে ওই বিমানকর্মীকে ৩৮টি সোনার বারসহ হাঙার গেইটের বাইরে থেকে আটক করা হয়।

সারাবাংলাকে এ ঘটনা নিশ্চিত করেছেন, এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন, এমদাদের কাছ থেকে আটক সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসজে/এনএইচ

সোনা উদ্ধার স্বর্ণবার উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর