আশুলিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
১৩ জুলাই ২০১৯ ১৫:২১ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৫:২৮
ঢাকা: সাভারের আশুলিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে রবীন্দ্রনাথ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বেলা ১২ টার দিকে আশুলিয়ার গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় আরক্রোপ ড্যানিম লিমিটেডের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবীন্দ্রনাথ সাভারে বিরুলিয়ার দেওয়ান শাঁইপাড়া এলাকার বিশ্বনাথের ছেলে।
স্থানীয়দের বারত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোররাতে গৌরিপুরের দক্ষিণপাড়ার একটি বাড়িতে চুরি করার সময় এলাকাবাসী জড়ো চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও এক যুবককে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যান রবীন্দ্রনাথ নামের ওই যুবক।
এলাকার জনপ্রতিনিধি ইউপি সদস্য সোরাব হোসেন কাছে যুবকের মৃত্যুর ব্যপারে জানতে চাইলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) মো. নাহিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর প্রক্রিয়া চলছে।