Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, সাংবাদিকসহ নিহত ১২


১৩ জুলাই ২০১৯ ১৩:৫৯

হামলায় নিহত সাংবাদিক হোদান নালেয়া (৪৩)

ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা ও বন্দুক হামলায় সোমালিয়ায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দক্ষিণ সোমলিয়ার এক হোটেলে এই হামলা চালায় চরমপন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। নিহতদের মধ্যে কানাডীয় বংশোদ্ভূত হোদান নালেয়া (৪৩) নামে এক টিভি সাংবাদিকও রয়েছেন। মারা গেছেন তার স্বামীও। খবর বিবিসির।

কিসমায়ো বন্দরের এসয়েসি হোটেলে প্রথম গাড়িতে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এরপর বন্দুকধারী ভিতরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন রাজনৈতিক নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৪ বন্দুকধারী হোটেলে হামলা চালিয়েছে। সাংবাদিক হোদান নালেয়া ও তার স্বামী ফরিদের মৃত্যু হয়। নালেয়া সোমালিয়ার জীবনযাত্রা নিয়ে অনুষ্ঠান নির্মাণ করতেন। তার মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা শোক জানিয়েছেন। বিবিসি সাংবাদিক ফারহান জিমলে নালেয়াকে ‘সুন্দরতম’ মনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

সোমালিয়ার নিরাপত্তা কর্মকর্তা আবেদি দহলুল বলেন, হামলায় একজন সাংসদ ও সাবেক প্রশাসনিক কর্মকর্তারও মৃত্যু হয়েছে।

সারাবাংলা/ এনএইচ

টপ নিউজ সাংবাদিকের মৃত্যু সোমালিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর