ভয় পাবেন না, ডেঙ্গু হলে বিনামূল্যে চিকিৎসা দেব: সাঈদ খোকন
১৩ জুলাই ২০১৯ ১৩:৩৮ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৮:৪৮
ঢাকা: ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে একতা সড়কের একটি বাসায় সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্ত্রী সুমি আক্তারকে দেখতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান সাঈদ খোকন।
মেয়র বলেন, ‘সম্মানিত নাগরিকদের প্রতি আমার অনুরোধ ভয়ের কিছু নেই, আপনারা আতঙ্কিত হবেন না। নগর কর্তৃপক্ষ আপনাদের পাশে আছে। আগামীকাল থেকে প্রতিটি ওয়ার্ডে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম আপনাদের সেবায় কাজ করবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আমরা মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্য তাদের চিকিৎসা দেব। মেডিকেল টিম ওষুধ সরবরাহ করবে। যদি কোনো নাগরিক ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কাছে আসতে না পারেন তাহলে আমাদের ফোন করলে স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাসায় চলে যাবে। আপনার একটু সচেতন থাকবেন, সবাই মিলে আমরা ডেঙ্গু মোকাবিলা করব।’
ডিএসসিসি মেয়র বলেন, আপনারা জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিগত কয়েক বছরের তুলনায় এবার একটু বেশি। তাই নগর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকল শক্তি দিয়ে এ ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছে। আশা করছি, অচিরেই আমরা নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেব।’
ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় ১১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ডিএসসিসির কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের একজন সম্মানিত নাগরিক ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেটি আমাদের আইনজীবীরা দেখবেন। কিন্তু আমি মনে করেছি, আমার একজন সংক্ষুব্ধ নাগরিকের পাশে একজন মেয়র হিসেবে তার পাশে থাকা দরকার। সে মানবিক বোধ থেকে আমি তার পাশে দাঁড়িয়েছি। তাকে দেখতে এসেছি। আমার বোনের সঙ্গে কথা বলেছি। বোনের শারীরিক সুস্থতার খোঁজ খবর নিয়েছি। আমরা আশ্বস্ত করেছি খুব অচিরেই নগরবাসীকে ডেঙ্গু মুক্ত শহর উপহার দেব।’
এসময় মেয়রের পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী তানজিম আল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন মেয়র এসেছেন, এখনও কি ক্ষতিপূরণ চান? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে আইনি নোটিশ পাঠিয়েছি সেটি শুধু ক্ষতিপূরণ নয়, প্রতিবাদের একটি ভাষা। তাই ক্ষতিপূরণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে মেয়র আসায় আমি আমার পরিবার এবং নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি যেন এভাবেই সবার পাশে দাঁড়ান।’
সারাবাংলা/এসএইচ/একে
আরও পড়ুন
ডেঙ্গুর প্রকোপ, অসচেতনাকে দুষলেন দুই সিটির স্বাস্থ্য কর্মকর্তারা
স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা চেয়ে মেয়রকে আইনজীবীর নোটিশ
ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শতাধিক রোগী
রাজধানীতে ডেঙ্গু জ্বরে চিকিৎসকের মৃত্যু
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটিকে কার্যকর পদক্ষেপের নির্দেশ
বৃষ্টিতে বেড়েছে এডিসের লার্ভা ও ডেঙ্গু রোগীর সংখ্যা
ডেঙ্গু হলে ‘পেঁপে পাতার জুস’ খান: সাঈদ খোকন
রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী, প্রকোপ বেশি দক্ষিণে
শিশুর ডেঙ্গুজ্বরে করণীয়
এবার মৌসুমের আগেই ডেঙ্গুর হানা
টপ নিউজ ডিএসসিসি ডেঙ্গু ডেঙ্গু জ্বর ঢাকা দক্ষিণ মেয়র সাঈদ খোকন