এরশাদের শরীরে কৃত্রিমভাবে পুষ্টি দেওয়া হচ্ছে: জি এম কাদের
১৩ জুলাই ২০১৯ ১২:৩৬ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৩:২৩
ঢাকা: এরশাদের শরীরে কৃত্রিমভাবে পুষ্টি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (১৩ জুলাই) এরশাদের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে এসব তথ্য জানান তিনি।
জিএম কাদের বলেন, এরশাদের অবস্থা অপরিবর্তিত, অনেকগুলো অর্গান কাজ করছেনা, কিডনি আজও ডায়ালাইসিস করা হবে। এছাড়া, রক্তের সমস্যার কারণে প্রতিদিনই রক্ত দেওয়া হচ্ছে। কৃত্তিমভাবে তার শরীরে পুষ্টি দেওয়া হচ্ছে। যেহেতু শরীর এখনও ওষুধ নিচ্ছে তাই ডাক্তাররা এখনও আশাবাদী।
তিনি বলেন, এরশাদের স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক। রক্তে ইনফেকশনের মাত্রা কমেছে। যা ভালো দিক। তবে ৯ দিনেও কিছু অর্গান কাজ করছে না। বয়সের কারণে রিকভারি যেভাবে হবার কথা ছিলো তা হচ্ছে না বলে জানান জি এম কাদের।
এরশাদের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রতিদিনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের জানাচ্ছেন জি এম কাদের। সবশেষ শুক্রবার (১২ জুলাই) সাংবাদিকদের জানিয়েছিলেন, উনার শরীরে সংক্রমণ কমে গেছে। সংক্রমণের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডায়ালাইসিসের মাধ্যমে রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। তবে লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তার শরীরে রক্তের বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।
চিকিৎসা নিয়ে সন্তুষ্টি জানিয়ে জি এম কাদের জানান, ‘সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে উনার বিশ্বমানের চিকিৎসা চলছে। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই পল্লীবন্ধুকে বিদেশে নেওয়া হচ্ছে না।’
সারাবাংলা/এমএমএইচ/জেএএম