বিমানবন্দর মসজিদে নেই সিসি ক্যামেরা, হজযাত্রীর রিয়েল-মোবাইল চুরি
১২ জুলাই ২০১৯ ২০:২৮ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ২০:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদে এক হজযাত্রীর কাছ থেকে ৫ হাজার সৌদি রিয়েল ও একটি মোবাইল চুরি হয়েছে। মসজিদটিতে নিরাপত্তা পর্যবেক্ষণ করার কোনো সিসি ক্যামেরা নেই। শুক্রবার (১২ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার মো. নুরুল আবসারের (৬০) শুক্রবার রাত ৯টার হজফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সূত্রে জানা গেছে, নুরুল আবসার বিকেলে বিমানবন্দরের মসজিদে আসরের নামাজ আদায় করেন। এরপর তিনি হেরেম পরিধান করছিলেন। পাসপোর্ট, টাকা, মোবাইলসহ কোমরের বেল্ট খুলে রাখেন পাশে।
এসময় দু’জন লোক মসজিদের ভেতরে তাকে হেরেম পরিধানে সহযোগিতার কথা বললে তিনি রাজি হন। একজন হেরেম পরিয়ে দেন। আরেকজন ওই বেল্ট থেকে সৌদি রিয়েল ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। হেরেম পরানো শেষে ওই লোকও দ্রুত মসজিদ ত্যাগ করেন। তারা চলে যাবার পর হজযাত্রী নুরুল আলম দেখেন, তার মোবাইল ও রিয়েল নেই। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিমানবন্দরের টার্মিনালের বাইরে মসজিদে একজন হজযাত্রীর প্রায় এক লাখ টাকার সমমানের সৌদি রিয়েল ও মোবাইল চুরি হয়েছে। মসজিদে বাইরের লোকজনও নামাজ পড়তে আসেন। এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। মসজিদে সিসি ক্যামেরা ছিল না। এই ঘটনার পর আমরা সিসি ক্যামেরা বসাচ্ছি।’
এই ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনএইচ