Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থ রোগীদের মাঝে চেক বিতরণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী


১২ জুলাই ২০১৯ ১৩:১৪ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১৩:১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুঃস্থ ও অসহায় রোগী‌দের মা‌ঝে অনুদানের চেক বিতরণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সমাজকল্যাণ অধিদফতরের উদ্যোগে শুক্রবার ( ১২ জুলাই) দুপু‌রে উপ‌জেলার রূপসী এলাকায় গাজী ভব‌নে অনুদা‌নের এই চেক হস্তান্তর করেন তিনি।

মন্ত্রী এদিন ক্যানসার, কিডনি রোগী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড হওয়া মোট ১১ জন রোগী‌র মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। প্রত্যেক রোগীকে দেওয়া হয় ৫০ হাজার টাকা করে।

এ সময় উপস্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী।

আরও ছিলেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা সমাজ‌সেবা অফিসার সোলায়মান মিয়াসহ অনেকে।

সারাবাংলা/এনএইচ

চেক হস্তান্তর দুস্থ ও অসহায় রোগী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর