‘এরশাদের অবস্থা শঙ্কামুক্ত নয়’
১২ জুলাই ২০১৯ ১২:৩৭ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১৫:১৩
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, চিকিৎসকদের মূল্যায়নে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে, শংকামুক্ত নয়।
শুক্রবার (১০ জুলাই) সকালে বনানীর জাতীয় পার্টির কর্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে জি এম কাদের এসব কথা বলেন।
এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জি এম কাদের
জি এম কাদের বলেন, উনার শরীরে সংক্রমণ কমে গেছে। সংক্রমণের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডায়ালাইসিসের মাধ্যমে রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। তবে লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তার শরীরে রক্তের বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে উনার বিশ্বমানের চিকিৎসা চলছে। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই পল্লীবন্ধুকে বিদেশে নেওয়া হচ্ছে না।
সিএমএইচ-এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জি এম কাদের আরও বলেন হুসেইন মুহম্মদ এরশাদের রোগের যে চিকিৎসা হচ্ছে, বিদেশেও একই চিকিৎসা দেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া ও আলমগীর সিকদার লোটনসহ অনেকে।
সারাবাংলা/ইএইচটি/এমআই