নতুন ভ্যাট আইন নিয়ে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে প্রশিক্ষণ
১২ জুলাই ২০১৯ ১১:২০ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১১:২৫
ঢাকা: নতুন ভ্যাট আইন কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট এক অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে ৫০ জন ভ্যাট কর্মকর্তা ও ৫০ জন ব্যবসায়ী নিয়ে এই আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এনবিআরের ভ্যাট নীতির সদস্য আব্দুল মান্নান শিকদার। সভাপতিত্ব করেন ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান।
এনবিআর মেম্বার মান্নান শিকদার বলেন, নতুন আইন ব্যবসায়ীদের সকল দাবী মেনে প্রণয়ন করা হয়েছে। এখন ব্যবসায়ীদের সাথে নিয়ে এই আইন বাস্তবায়ন করতে হবে। দেশের উন্নয়নে অর্থের যোগান দিতে ভ্যাটের আধুনিকায়নের কোনো বিকল্প নেই। তাই এর সফল বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আহরণ গতিশীল করতে হবে।
তিনি আরো বলেন, যে কোনো নতুন কিছু করতে গেলে চ্যালেঞ্জ থাকবে। তবে দেশের প্রয়োজনে সর্বজনবিদিত কর্মকৌশল প্রয়োগ করে তা মোকাবিলা করতে হবে। তিনি এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে কমিশনার ড. মইনুল খান বলেন, ১৯৯১ সালের আইন বর্তমানে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। নতুন বাস্তবতায় এবং যুগোপযোগী করার জন্য ভ্যাট আইনকে নতুনভাবে প্রণয়ন করা অপরিহার্য ছিল। এই নতুন আইনে ব্যবসায়ীদের হয়রানি কমবে এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
আগামী দিনের রাজস্ব আহরণের বড় চাহিদা মেটাবে ভ্যাট। নতুন আইন বাস্তবায়ন নিয়ে কোনো কোনো মহলে কিছু সংশয় ও অস্পষ্ট ধারণা আছে। তবে ব্যবসায়ীদের সাথে নিয়ে এই আইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানে ভ্যাট সম্পর্কিত প্রশিক্ষণ দেন, ভ্যাট এক্সপার্ট একেএম মাহবুবুর রহমান ও ভ্যাট অনলাইনের ওমর মুবিন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিদের নানা প্রশ্নের জবাব দেন ড. মইনুল খান।
সারাবাংলা/এসজে/জেএএম