কুমিল্লায় বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
১২ জুলাই ২০১৯ ০৯:৪১
কুমিল্লা: কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাইয়ের কেশনপাড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী জানান, কুমিল্লা থেকে লালমাই উপজেলার একবাড়িয়াগামী দোয়েল পরিবহনের একটি বাস বাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের দুজন পুরুষ, ও দুজন নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহতরা হলেন, বরুড়া উপজেলার নশরথপুড় গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গারহাট গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমাই হাইওয়ে পুলিশ লাশ ও গাড়িগুলো উদ্ধার করেছে।
সারাবাংলা/এমআই