যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির ৫২৮তম সভা অনুষ্ঠিত
১১ জুলাই ২০১৯ ১৯:৩৭ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৯:৩৯
ঢাকা: যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির ৫২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
সম্প্রতি হওয়া এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুশাররফ হুসাইন, কানুতোষ মজুমদার, শাহীন মাহমুদ।
বৈঠকে আরও ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
সভায় ব্যাংকের পরিচালনা কার্যক্রম সংক্রান্ত বিশদ আলোচনা হয় এবং কার্যক্রম প্রসারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সারাবাংলা/ এনএইচ