আন্দোলনে নামতে প্রস্তুত বিএনপির তৃণমূল: জয়নুল আবদিন ফারুক
১১ জুলাই ২০১৯ ১৬:১৯ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৬:৪২
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলটির তৃণমূল আন্দোলনে নামার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘কর্মসূচির ঘোষণা পেলেই নেতাকর্মীরা খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনবে।’
বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তির দাবি ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ’ এ মানববন্ধনে এই কথা বলেন ফারুক।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘পুলিশের ভয়ে ঘরে বসে থাকলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। নেত্রীকে মুক্ত করতে রাস্তায় নামতে হবে। আন্দোলন করে তাকে মুক্ত করে আনতে হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে এ সময় ফারুক বলেন, ‘আমাদের তৃণমূল প্রস্তুত আছে। আন্দোলনে দাঁড়ানোর সাহস আমাদের আছে। মানুষ প্রতিবাদ করতে চায়। বিএনপিকে যত কোণঠাসা করে রাখা হচ্ছে, দলটি তত শক্তিশালী হচ্ছে। রাজপথে লড়ে নেত্রীকে মুক্ত করবো আমরা।’
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, ‘৪৮ বছরে যারা মাত্র তিনবার ক্ষমতায় এসেছে, তারা খুব বড় শক্তিশালী নয়। তাদের হাত থেকে মানুষকে বাঁচাতে কৌশল নিতে হবে। আন্দোলন করতে হবে। রাস্তায় নামতে হবে। মানুষ পাশে আছে। এদেশের মানুষ বিনা ভোটের সরকারকে মেনে নেয়নি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ কখনো পরাজিত হবে না। কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলে। এ সরকার মানুষকে সুখ দিতে পারেনি। সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারেনি।’
আওয়ামী লীগ বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে ফারুক বলেন, ‘আজ মানুষ কথা বলতে পারে না। কথা বলতে দেওয়া হয় না। জনসভা করার অনুমতি একদিন আগে দেওয়া হয়। এটা গণতান্ত্রিক দেশের কোনো রূপ না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক আরও বলেন, ‘আমাদের অবহেলা করে কথা বলবেন না। আমাদের রাজাকার বানাবেন না। কারা রাজাকার আমরা সব জানি।’
ধর্ষণ ও বন্দুকযুদ্ধ নিয়ে ফারুক বলেন, ‘ছোট শিশুকে যখন ধর্ষণ করা হয়, তখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তা তিনি করেননি। বিচার না করে বন্দুকযুদ্ধের নাম করে মেরে ফেললে জনগন সেটা মেনে নেবে না।’
অপরায়েজ বাংলাদেশ সংগঠনের সভাপতি ইব্রাহীমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
সারাবাংলা/টিএস/ওএম