Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে তিনদিনের ল্যাপটপ মেলা শুরু


১১ জুলাই ২০১৯ ১৫:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৭:৪৮

ঢাকা: সর্বশেষ প্রযুক্তি ও নানা ছাড়ের বাহারি অফার নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিনদিনের ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’। বৃহস্পতিবার (১১ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া এই মেলাটি শেষ হবে আগামী শনিবার। মেলার প্রথম দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ২১তম ল্যাপটপ প্রদর্শনী। ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।

বিজ্ঞাপন

এবারের আয়োজনে ১টি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, ৪টি স্পন্সর প্যাভিলিয়ন, ২৬টি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইসেট। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আসুস, ডেল, এইচপি, লেনোভো। সাইবার সিকিউরিট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ক্যাসপারস্কি।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, আগের মেলাগুলোয় গড়ে ৪ থেকে ৫ হাজার ল্যাপটপ বিক্রি হয়েছে। এ বছরও আমরা আশা করছি একই রকম ল্যাপটপ বিক্রি হবে। মেলায় প্রতিটি কোম্পানি বিশেষ ছাড় দেবে। তিনি বলেন, আগের সব মেলাতে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম সবার অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। আশা করছি, এবারের মেলা আগের রেকর্ড ছাড়িয়ে যাবে।

বিজ্ঞাপন

আয়োজকরা আরও জানান, ল্যাপটপের পাশাপাশি মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে। সব ধরনের পণ্যেই পাওয়া যাবে বিশেষ ছাড় এবং সঙ্গে উপহার।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

ইসেট ল্যাপটপ ফেয়ার-২০১৯ প্রযুক্তি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর