Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে ১ হাজার বোতল ফেনসিডিল, আটক ৪


১১ জুলাই ২০১৯ ১৪:৩৮

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাস থেকে এক হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। পরে ওই বাসসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ফেনসিডিল জব্দ করা হয়। র‌্যাব-২ এর সিপিসি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক চারজনের মধ্যে দুজন মাদকের ডিলার। এদের মধ্যে মোহন(২৫), বাবলু (২৮) ও আসাদুলের (৩০) বাড়ি যশোর এবং রুবেলের (২৭) বাড়ি ঝিনাইদহ জেলায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাবের সিপিসি কমান্ডার বলেন, ‘আলফা পরিবহনের (কোম্পানির লোগোবিহীন) একটি বাস গতকাল যশোরের চৌগাছা থেকে ছেড়ে আজ সকালে ঢাকায় এসে পৌঁছে। বাসটিতে বেশ কয়েকজন যাত্রী থাকলেও গাবতলী এসে দুই যাত্রী বাদে সবাই নেমে যায়। পরে বাসটি মোহাম্মদপুর আসে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আলফা পরিবহনের ওই বাসটিতে অনেক ফেনসিডিল রয়েছে। পরে বাসটি ঘিরে অভিযান চালানো হয়।’

অভিযানের সময় দেখা যায়, ফেনসিডিলের বোতলগুলো কয়েকটি বস্তায় করে বাসের ভেতরে রাখা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর চেকপোস্টেও কেউ ধরতে পারেনি। কারণ ওই সময় তারা ফেনসিডিলগুলোকে বিশেষ ব্যবস্থায় রেখেছিল। কিন্তু মোহাম্মদপুর এসে তারা ধরা পরে। পরে গণনা করলে দেখা যায় বস্তাগুলোতে এক হাজার বোতল ফেনসিডিল রয়েছে। এ সময় গাড়ির চালক, হেলপার ও দুই যাত্রীকে আটক করা হয়।

মহিউদ্দিন ফারুকী বলেন, ‘ফেনসিডিলগুলোর গায়ে ইন্ডিয়া লেখা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও আটককৃতরা বলেছে, তারা বেশ কিছুদিন ধরে ফেনসিডিলগুলো জড়ো করেছিল। পরে সেখান থেকে বাসে করে তারা ঢাকায় নিয়ে আসে। এজন্য গাড়ির চালক ও হেলপারকে মোটা অংকের টাকা দিতে হয়েছে। টাকার লোভেই গাড়ির চালক ফেনসিডিল বহন করতে রাজি হয়। এ পর্যন্ত ৩ থেকে ৪ বার ঢাকায় মাদকের চালন নিয়ে এসেছে বলে জানিয়েছে তারা।’

বিজ্ঞাপন

ফেনসিডিলগুলো ঢাকার কোথায় সরবরাহ করা হতো জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রাস্তায় গাড়িটি আটকিয়ে অভিযান চালিয়েছি। কোথায় যেত এখন তা আটকদের জিজ্ঞাসাবাদ করলেই বের হয়ে আসবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আটক টপ নিউজ ফেনসিডিল বাস

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর