Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত


১১ জুলাই ২০১৯ ১১:২৫

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মো. আব্দুল মালেক (৩৬) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠছড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, নিহত আব্দুল মালেক একজন মাদক ব্যবসায়ী। সে টেকনাফ নতুন পল্লান পাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠছড়া এলাকায় ইয়াবা উদ্ধার অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মাদককারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মালেককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশের এএসআই রামচন্দ্র দাশ, কনস্টেবল আব্দুস শুক্কুর ও রাজু আহমদ আহত হন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশে তৈরি ২টি এলজি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ২১টি খালি খোসা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মালেকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

ইয়াবা ব্যবসায়ী বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর