Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞান করে তুলে নিয়ে কলেজ ছাত্রকে জিম্মি, গ্রেফতার ২


১০ জুলাই ২০১৯ ২১:২৬

চট্টগ্রাম ব্যুরো: নাকে-মুখে চেতনানাশক স্প্রে করে অপহরণের পর কলেজ ছাত্রকে জিম্মি রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, মো. আবিদ ওয়াসিফ অ্যানি (২২) ও মো. নূর হোসেন নুরু (২৩)।

বুধবার (১০ জুলাই) বিকেলে নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকার একটি বাসা থেকে অপহরণের শিকার জিয়াউল হক নয়নকে (২৩) উদ্ধার করা হয়। সে সময় অজ্ঞানপার্টির দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

নয়ন নগরীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি তার বাড়ি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে। নয়নের বাবার নাম মৃত সামছুল আলম।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সারাবাংলাকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে নয়ন নগরীর জিইসির মোড়ে ইফকো কমপ্লেক্সের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। সে সময় নাকে-মুখে স্প্রে করে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। সেখানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। তারা নয়নের বন্ধু ও স্বজনের কাছ থেকে কয়েক দফায় ৪৫ হাজার টাকাও নেয়।

বিষয়টি জানিয়ে মঙ্গলবার রাত ২টায় নয়নের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করে। আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নয়নের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। এরপর বিশ্বকলোনিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অজ্ঞানপার্টির দুই সদস্যকে আমরা গ্রেফতার করেছি। উদ্ধার পাওয়ার পরে নয়ন নিজেই বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেছেন। আমাদের ধারণা এই ঘটনায় আরও ৪-৫ জন জড়িত। তারা সবাই অজ্ঞানপার্টির সদস্য। তাদের গ্রেফতারেও অভিযান চলছে’, বলেন প্রণব চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

অপহরণ মুক্তিপণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর