Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একটি বুলেটের জবাব দিবো হাজার বুলেটে’


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১০

সারাবাংলা ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান যদি আমাদের দিকে তাক করে একটি বুলেট ছোঁড়ে, আমরা তার জবাবে অসংখ্য বুলেট ছুঁড়ব।

গতকাল রাতে আগরতলায় এক নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

রাজনাথ সিং বলেন, আমাদের সেনাবাহিনীকে স্থায়ী আদেশ দেওয়া আছে, পাকিস্তানি সেনারা যদি আমাদের ভূখণ্ডে আমাদের সেনাবাহিনীর উপর একটি বুলেটও ছুঁড়ে তবে হাজার হাজার বুলেট যাবে সে বুলেটের প্রতিশোধ নিতে।

ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারত তার সব প্রতিবেশীর সঙ্গেই মিলেমিশে থাকতে চায়। পাকিস্তানই গায়ে পরে জম্বু ও কাশ্মীরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, আমাদের সীমানা ঢুকছে এবং আমাদের লোকদের মারছে।’

এ সময় ত্রিপুরায় বাম সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২৫ বছর ধরে এ রাজ্য বামরা চালাচ্ছে কিন্তু রাজ্যে কোনো উন্নয়ন চোখে পড়ে না। অর্থনীতিতে কোনো উন্নয়ন হয়নি, রাজ্য জুড়ে কেবলই দারিদ্র আর বেকারত্ব।

একই অভিযোগ তিনি পশ্চিম বাংলার সিপিআই সরকারের বিরুদ্ধেও আনেন। রাজনাথ আশ্বাস দেন, ত্রিপুরার মানুষ যদি তার দল বিজেপি (ভারতীয় জনতা পার্টি)কে সুযোগ দেয় তাহলে ত্রিপুরাকে ভারতের এক নম্বর রাজ্য করে দেখাবেন।

সারাবাংলা/এমএ

জম্বু-কাশ্মীর পাকিস্তান বুলেট রাজনাথ_সিং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর