ট্রাম্প টেরিজা মে’র উদ্দেশে ‘অসম্মানজনক’ মন্তব্য করেছেন: হান্ট
১০ জুলাই ২০১৯ ১৫:৪৭
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির সম্ভাব্য নেতা জেরেমি হান্ট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী টেরিজা মে’র উদ্দেশে ‘অসম্মানজনক’ কথা বলেছেন। মঙ্গলবার (৬ জুলাই) টুইটে একথা জানান হান্ট। খবর বিবিসির।
এর আগে, যুক্তরাষ্ট্রে দায়িত্বরত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার কিম ডেরেখের কিছু গোপন বার্তা ফাঁস হয়। ফাঁস হওয়া দলিল থেকে জানায় যায়, ডেরেখ টেরিজা মে সরকারের কাছে ট্রাম্পকে ‘অদক্ষ’ বলে বর্ণনা করেন। ট্রাম্প প্রশাসনকেও ‘নাজুক’ বলেও অভিহিত করেন ডেরেখ। এ ঘটনায় মার্কিন প্রশাসন ক্ষুব্ধ হলেও টেরিজা মে নিশ্চিত করেন, রাষ্ট্রদূতের প্রতি তার পূর্ণাঙ্গ আস্থা রয়েছে।
এই ঘটনার জেরে ট্রাম্প টুইটারে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তিনি কিম ডেরেখকে ‘নির্বোধ’ বলে উল্লেখ করেন। টেরিজা মে’র উদ্দেশে বলেন, সে ব্রেক্সিট বিষয়ে তার ‘বোকা’র মতোই কাজ করেছে।
জেরেমি হান্ট ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হলে স্যার কিম ডেরেখকে যুক্তরাষ্ট্রেই রাষ্ট্রদূত হিসেবে বহাল রাখবেন।
যদিও ট্রাম্পের ক্ষোভ উপেক্ষা করে কিম ডেরেখ কতদিন যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন তা সময়ই বলে দিবে। ইতোমধ্যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্সের সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে মার্কিন প্রশাসন। বৈঠকে কিম ডেরেখের উপস্থিত থাকার কথা ছিল।
সারাবাংলা/এনএইচ