Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি: তথ্যমন্ত্রী


১০ জুলাই ২০১৯ ১৫:১৪ | আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৫:১৫

ঢাকা: খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি। তাই দেশের জনগণ এখন তাদের চায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ।

তিনি বলেন, ‘২১ আগস্টের নির্মমতা নিয়ে খালেদা জিয়া উপহাস শুরু করেছিলো। ক্ষমতায় লোভে পেট্রোলবোমার রাজনীতি করে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। তাদের জনগণ চায় না।’

বুধবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘সাংবাদিকতা রাতে বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাছান মাহামুদ বলেন, উন্নয়নের কথা বলে যদি টাকা হাতিয়েই নেওয়া হতো তাহলে দারিদ্র্যের হার কি করে কমলো? আসলে কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না, উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আয়নায় নিজের চেহারা দেখেন। আপনারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য পরির্বতন করেছে, দেশের উন্নয়নের জোয়ার বইছে তা দেখে আপনাদের ভালো লাগে না। আসলে কোনো অর্জনই বিএনপি সহ্য করতে পারে না।

খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র অচল বিএনপি’র এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, যারা দেশের কথা ভাবেনি, তারা এখন দুর্নীতির দায়ে কারাগারে আছে। তারা দেশের গণতন্ত্রের কথা বলে কিভাবে? তবে, আপনারা সরকারের সমালোচনা করেন। সমালোচনা পথচলাকে সহায়তা করে। পৃথিবীর ইতিহাসে কোনো সরকার শতভাগ নির্ভূল হতে পারে না। তাই সমালোচনা দরকার।

গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এখন বহুমাত্রিক। গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি। গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। অনলাইনের জন্য ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ৯ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এর ভাল দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবও ছড়ানো হচ্ছে। কিভাবে শৃঙ্খলায় আনা যায় তা ভাবতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

খালেদা জিয়া টপ নিউজ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর