Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯


১০ জুলাই ২০১৯ ১৩:১৩

ঢাকা: ‘ভোক্তাই প্রথম’ এই প্রতিপাদ্যে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘বাংলাদেশ মার্কেটিং ডে- ২০১৯’। আর শুক্রবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এর মূল আয়োজন।  এই আয়োজনটির উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ মার্কেটার ইনস্টিটিউট।

বুধবার (১০ জুলাই) বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ মার্কেটার ইনস্টিটিউট আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বাণিজ্য বিপণনে পেশাজীবি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে মেলবন্ধন তৈরি করতে এই আয়োজন। বিপণন খাতের বৈশ্বিক পরিবর্তন, প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী বিপণনসহ গ্রাহক বান্ধব টেকসই বিপণনের মতো বিষয়গুলো স্থান পাবে উপস্থাপনায়। আমরা বিপণন খাতে সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে আসার আহ্বান জানাচ্ছি।’

আয়োজক পরিষদের সদস্য সচিব ড. শরিফুল ইসলাম দুলু বলেন, ‘দেশের বিপণনখাতে জড়িত প্রায় ৪৫ লাখ মানুষের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষতা অর্জনই মার্কেটিং ডের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বিপণনের জায়গাটি অনেক বড়। সময়ের সাথেসাথে মাধ্যম এবং কৌশল পরিবর্তন হচ্ছে। মার্কেটিং ডে উদযাপনের মাধ্যমে মার্কেটার ইনস্টিটিউ একটি স্বপ্ন বাস্তবায়ন করবে।’

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, শুক্রবার মূল আয়োজনে বিষয়ভিত্তিক অধিবেশনের পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা বিনিময় করবেন বিপণন খাতের শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবিগণ।

সারাবাংলা/কেকে/ওএম

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মার্কেটার ইনস্টিটিউট মার্কেটিং ডে ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর