টিএসসিতে মেট্টোরেল স্টেশন না করার দাবি ডাকসু সদস্যের
৯ জুলাই ২০১৯ ২০:৩০ | আপডেট: ৯ জুলাই ২০১৯ ২০:৩২
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের স্টেশন না করার দাবি জানিয়েছেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্যসহ কয়েকজন শিক্ষার্থী।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে ঐতিহ্যসহ কয়েকজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই দাবি জানান।
ডাকসুর সদস্য ঐতিহ্য বলেন, ‘কথা ছিল মেট্রোরেলের একটা স্টেশন শাহবাগে হবে, এরপর স্টেশন হবে প্রেসক্লাবে। কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে টিএসসিতে স্টেশন করার। আমার প্রশ্ন হলো মাত্র আধা কিলোমিটার দূরত্বে শাহবাগে স্টেশন থাকা সত্ত্বেও টিএসসিতে স্টেশন কি কারণে দরকার?’
তিনি বলেন, ‘মেট্রোরেলে প্রতিঘণ্টায় ৬০ হাজার লোক যাতায়াত করবে। টিএসসিতে যদি স্টেশন হয় তাহলে আশেপাশের নিউমার্কেট, আজিমপুর, বকশিবাজারসহ পুরান ঢাকার অধিকাংশ লোকজন টিএসসি স্টেশন ব্যবহার করবে। ফলে টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার চিরচেনা সৌন্দর্য হারাবে। ক্যাম্পাস হবে জনবসতিপূর্ণ একটা বাজার।’
টিএসসিতে যাতে মেট্রোরেলের স্টেশন স্থাপন করা না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘একটি স্টেশন ক্যাম্পাসে হবে। কিন্তু সেটি টিএসসিতে নয়। আর ক্যাম্পাসে যদি স্টেশন হয় সেটা কারা ব্যবহার করবে সে বিষয়ে আমরা আলোচনা করব।’
সারাবাংলা/কেকে/পিটিএম