Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা


৯ জুলাই ২০১৯ ১৯:৩৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী স্ত্রীকে হত্যার পর বিষপান করে স্বামী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- চাষাঢ়া মোড়ের চা বিক্রেতা জামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী গার্মেন্টসের কর্মী পলি বেগম (২৮)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে।

বিজ্ঞাপন

পলির বোন জামাই আক্তার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই সময় তাদের মধ্যে ঝগড়া হতো। সকালে দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী পলিকে পিটিয়ে ও ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যার পর মাহিন বিষপানে আত্মহত্যা করে। এ সময় আশপাশের লোকজন তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন। এর পর জামালকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর বিষপানে স্বামী আত্মহত্যা করে। এঘটনার পর দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আত্মাহত্যা নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর