Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানকি মুনসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তারা এখন ঢাকায়


৯ জুলাই ২০১৯ ১৯:৩৫ | আপডেট: ৯ জুলাই ২০১৯ ১৯:৩৮

ঢাকা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুই দিনব্যাপী জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে (ঢাকা মিটিং অব দ্যা গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন) অংশ নিতে মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি হিলদা হেইন, জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন, বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা এখন ঢাকায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৯ জুলাই) এক বার্তায় জানায়, মঙ্গলবার বিকেলে জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন ঢাকায় আসলে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে একই দিন সকালে ঢাকায় এসেছেন মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি হিলদা হেইন। তাকেও বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কী করতে হবে সে বিষয়ে ‘ঢাকা মিটিং অব দ্যা গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ শীর্ষক এই সম্মেলনে আলোচনা করা হবে। আলোচনা শেষে নির্দিষ্ট প্রস্তাব অনুমোদন হবে।’

তিনি আরও বলেন, ‘সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।’

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন (জিসিএ)’র ঢাকা বৈঠক উদ্বোধন করবেন। যা বুধবার (১০ জুলাই) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।

বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ড. হিলদা হেইন, বান কি-মুন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিনা জর্জিভা বক্তৃতা করবেন। স্বাগত বক্তব্য দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বিজ্ঞাপন

জিসিএ’র বর্তমান চেয়ার বান কি-মুন বৈঠকের ‘ওয়ে ফরোয়ার্ড অ্যান্ড নেক্সট স্টেপ টোওয়ার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন’ শীর্ষক অধিবেশনে বক্তৃতা করবেন। বৈঠক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুনের সঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সারাবাংলা/জেআইএল/পিটিএম

ঢাকায় বানকি মুন বিশ্ব নেতারা

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর