Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু


৯ জুলাই ২০১৯ ১৭:২৯

মাগুরা: মাগুরায় পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে শিক্ষকসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- সদর উপজেলার স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রউফ ঢালি (৬০) ও বরুণাতৈল গ্রামের নির্মাণ শ্রমিক আকাশ মিয়া (১৮)।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রউফ ঢালি তিন তলা বাড়ির খোলা ছাদে হাঁটার সময় পা পিছলে নিচে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে সদর উপজেলার বরুণাতৈল গ্রামের ওমর আলির ছেলে আকাশ সকালে শহরের জামরুল তলার একটি বাড়ির তৃতীয় তলায় থাই পাইপের কাজ করছিলেন। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তিনি সেখান থেকে পা ফসকে নিচে পড়ে যান। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ দুটি ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ

ভবন থেকে পড়ে মৃত্যু মাগুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর